View All Notes
NOTICE

Saturday, May 24, 2025

MCQ - 3 (A) দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান

মক টেস্ট -০৩ (ক)

📚 মক টেস্ট -০৩ (ক)

১. ওড়িশায় ইস্পাত কারখানা স্থাপনের জন্য কোন কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল?
  • ক) Tata Steel
  • খ) POSCO
  • গ) SAIL
  • ঘ) ArcelorMittal
২. POSCO-র পূর্ণ নাম কী?
  • ক) Pohang Steel Company
  • খ) Public Steel Corporation
  • গ) Private Steel Company
  • ঘ) Pohang Steel Corporation
৩. ১৯৪৮ সালের ঔদ্যোগিক নীতি প্রস্তাব অনুযায়ী কোনটি রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হয়?
  • ক) কৃষি
  • খ) সামরাস্ত্র ও পারমাণবিক গবেষণা
  • গ) ব্যাংক ব্যবস্থা
  • ঘ) বেসরকারি শিল্প
৪. পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল?
  • ক) ১৯৪৪
  • খ) ১৯৪৮
  • গ) ১৯৫০
  • ঘ) ১৯৮০
৫. পরিকল্পনা কমিশনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
  • ক) ড. মনমোহন সিং
  • খ) জওহরলাল নেহেরু
  • গ) মানবেন্দ্রনাথ রায়
  • ঘ) চৌধুরী চরণ সিং
৬. জনগণের মধ্যে সমান ও যথাযথ সম্পদ বন্টনকে কী বলা হয়?
  • ক) বিতরণাত্মক ন্যায়
  • খ) সামাজিক ন্যায়
  • গ) আঞ্চলিক ন্যায়
  • ঘ) ধর্মীয় ন্যায়
৭. স্বাধীনতার পর ভারতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রথম বিতর্ক কী ছিল?
  • ক) কৃষি বনাম শিল্প
  • খ) ব্যক্তিগত খণ্ড বনাম সরকারি খণ্ড
  • গ) সাম্প্রদায়িকতা বনাম ধর্মনিরপেক্ষতা
  • ঘ) আঞ্চলিকতাবাদ বনাম জাতীয়তাবাদ
৮. ভারত কোন অর্থনৈতিক মডেল গ্রহণ করেছিল?
  • ক) পুঁজিবাদী মডেল
  • খ) সমাজতান্ত্রিক মডেল
  • গ) মিশ্র অর্থনীতি
  • ঘ) সামরিক অর্থনীতি
৯. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল?
  • ক) শিল্পায়ন
  • খ) কৃষি
  • গ) পরিবেশ সংরক্ষণ
  • ঘ) সাম্প্রদায়িক ঐক্য
১০. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল?
  • ক) কৃষি
  • খ) শিল্পায়ন
  • গ) পরিবেশ সংরক্ষণ
  • ঘ) আঞ্চলিক উন্নয়ন
১১. বিকাশের দুটি মানদণ্ড কী কী?
  • ক) উদার পুঁজিবাদ ও সমাজবাদী মানদণ্ড
  • খ) সাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা
  • গ) কৃষি ও পরিবেশ
  • ঘ) শিল্প ও বাণিজ্য
১২. স্বাধীনতার পর ভারতের অর্থনৈতিক বিকাশের একটি বৈশিষ্ট্য কী ছিল?
  • ক) মিশ্র অর্থনীতি
  • খ) শুধুমাত্র পুঁজিবাদ
  • গ) শুধুমাত্র সমাজবাদ
  • ঘ) সাম্প্রদায়িক অর্থনীতি
১৩. পরিকল্পনা কমিশন কবে পুনর্গঠিত হয়েছিল?
  • ক) ১৯৫০
  • খ) ১৯৮০
  • গ) ১৯৯১
  • ঘ) ২০১৪
১৪. ১৯৪৪ সালে কোন প্রস্তাব তৈরি করা হয়েছিল?
  • ক) নেহেরু পরিকল্পনা
  • খ) বোম্বাই পরিকল্পনা
  • গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • ঘ) গান্ধী পরিকল্পনা
১৫. বোম্বাই পরিকল্পনা কারা তৈরি করেছিল?
  • ক) কৃষক নেতারা
  • খ) শীর্ষ শিল্পপতিরা
  • গ) পরিবেশবাদীরা
  • ঘ) জনজাতি নেতারা
১৬. বোম্বাই পরিকল্পনা কী সমর্থন করেছিল?
  • ক) বিনিয়োগে রাষ্ট্রের নেতৃত্ব
  • খ) শুধুমাত্র বেসরকারি উদ্যোগ
  • গ) সাম্প্রদায়িক ঐক্য
  • ঘ) কৃষি উন্নয়ন বন্ধ
১৭. পরিকল্পনা কমিশন কেন সংবিধান বহির্ভূত বলা হয়?
  • ক) এটি সংবিধানে উল্লেখ নেই
  • খ) এটি সরকারের নিয়ন্ত্রণে ছিল না
  • গ) এটি শুধুমাত্র বেসরকারি উদ্যোগ সমর্থন করত
  • ঘ) এটি কৃষি উন্নয়নের জন্য গঠিত হয়েছিল
১৮. ভারতের নতুন আর্থিক নীতি কবে প্রবর্তন করা হয়েছিল?
  • ক) ১৯৫০
  • খ) ১৯৮০
  • গ) ১৯৯১
  • ঘ) ২০১৪
১৯. ১৯৯১ সালের নতুন আর্থিক নীতির মুখ্য স্থপতি কে ছিলেন?
  • ক) জওহরলাল নেহেরু
  • খ) ড. মনমোহন সিং
  • গ) মানবেন্দ্রনাথ রায়
  • ঘ) চৌধুরী চরণ সিং
২০. পরিকল্পনা কমিশন কবে বিলুপ্ত হয়েছিল?
  • ক) ১৯৯১
  • খ) ২০১৪
  • গ) ২০১৫
  • ঘ) ১৯৮০
২১. বর্তমানে ভারতের অর্থনৈতিক সংস্থার নাম কী?
  • ক) পরিকল্পনা কমিশন
  • খ) নীতি আয়োগ
  • গ) বোম্বাই পরিকল্পনা
  • ঘ) পঞ্চবার্ষিকী আয়োগ
২২. NITI-এর পূর্ণ নাম কী?
  • ক) National Institution for Transforming India
  • খ) National Integration for Transforming India
  • গ) National Institute for Technical Innovation
  • ঘ) National Institution for Technical India
২৩. নীতি আয়োগ কবে স্থাপিত হয়েছিল?
  • ক) ১ জানুয়ারি, ২০১৪
  • খ) ১ জানুয়ারি, ২০১৫
  • গ) ১৫ মার্চ, ১৯৫০
  • ঘ) ১৯৯১
২৪. আর্থিক পরিকল্পনার ধারণা কখন সারা পৃথিবীতে জনসমর্থন পায়?
  • ক) ১৯২০-এর দশকে
  • খ) ১৯৪০ ও ১৯৫০-এর দশকে
  • গ) ১৯৭০-এর দশকে
  • ঘ) ১৯৯০-এর দশকে
২৫. কোন ভারতীয় চিন্তাবিদ ১৯৩৪ সালে পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছিলেন?
  • ক) জওহরলাল নেহেরু
  • খ) এম বিশ্বেশ্বর
  • গ) মানবেন্দ্রনাথ রায়
  • ঘ) চৌধুরী চরণ সিং
২৬. জাতীয় পরিকল্পনা সমিতি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  • ক) ১৯৩৪
  • খ) ১৯৩৭
  • গ) ১৯৪৪
  • ঘ) ১৯৫০
২৭. জাতীয় পরিকল্পনা সমিতির সভাপতি কে ছিলেন?
  • ক) মানবেন্দ্রনাথ রায়
  • খ) জওহরলাল নেহেরু
  • গ) এম বিশ্বেশ্বর
  • ঘ) ড. মনমোহন সিং
২৮. ভারতে পরিকল্পনার ধারণা কোথা থেকে গ্রহণ করা হয়েছিল?
  • ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ) সোভিয়েত ইউনিয়ন
  • গ) যুক্তরাজ্য
  • ঘ) জাপান
২৯. ভারতে পরিকল্পনা গ্রহণের মূল উদ্দেশ্য কী ছিল?
  • ক) আর্থিক বিকাশ
  • খ) সাম্প্রদায়িক ঐক্য
  • গ) সামরিক উন্নয়ন
  • ঘ) আঞ্চলিক বিভক্তি
৩০. ভারতের পরিকল্পনার অর্থ সংগ্রহে উৎস ----
  • ক) সামরিক ব্যয়
  • খ) কর সংগ্রহ ও বাণিজ্যিক রাজস্ব
  • গ) সাম্প্রদায়িক তহবিল
  • ঘ) পরিবেশ তহবিল
৩১. ভারতে বিকেন্দ্রীভূত পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল?
  • ক) ১৯৫০
  • খ) ১৯৮৬
  • গ) ১৯৯১
  • ঘ) ২০১৪
৩২. কেরালা মডেল কোনটির উপর প্রাধান্য দেয়?
  • ক) সামরিক উন্নয়ন
  • খ) শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র দূরীকরণ
  • গ) শিল্পায়ন বন্ধ
  • ঘ) সাম্প্রদায়িক ঐক্য
৩৩. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে আরম্ভ হয়েছিল?
  • ক) ১৯৪৭
  • খ) ১৯৫১
  • গ) ১৯৫৬
  • ঘ) ১৯৬১
৩৪. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল?
  • ক) ১৯৪৭-৫২
  • খ) ১৯৫১-৫৬
  • গ) ১৯৫৬-৬১
  • ঘ) ১৯৬১-৬৬
৩৫. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করার সঙ্গে কোন অর্থনীতিবিদ জড়িত ছিলেন?
  • ক) প্রশান্তচন্দ্র মহলানবিশ
  • খ) কে.এন. রাজ
  • গ) জে.সি. কুমারাপ্পা
  • ঘ) চৌধুরী চরণ সিং
৩৬. কে.এন. রাজ কী যুক্তি দিয়েছিলেন?
  • ক) দ্রুত শিল্পায়ন প্রয়োজন
  • খ) উন্নয়ন প্রথম দুই দশকে ধীরগতিতে হওয়া উচিত
  • গ) কৃষি উন্নয়ন বন্ধ করা উচিত
  • ঘ) সাম্প্রদায়িক ঐক্য প্রয়োজন
৩৭. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধানত কোন খাতের উপর গুরুত্ব দিয়েছিল?
  • ক) শিল্পায়ন
  • খ) কৃষি ও সেচ
  • গ) সামরিক উন্নয়ন
  • ঘ) পরিবেশ সংরক্ষণ
৩৮. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি বৃহৎ প্রকল্পের নাম কী?
  • ক) দুর্গাপুর ইস্পাত কারখানা
  • খ) ভাখরা-নাঙ্গাল প্রকল্প
  • গ) হীরাকুদ প্রকল্প
  • ঘ) তাজমহল প্রকল্প
৩৯. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?
  • ক) দ্রুত শিল্পায়ন
  • খ) খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সেচ সম্প্রসারণ
  • গ) সামরিক শক্তি বৃদ্ধি
  • ঘ) আঞ্চলিক বিভক্তি
৪০. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল?
  • ক) ১৯৫১-৫৬
  • খ) ১৯৫৬-৬১
  • গ) ১৯৬১-৬৬
  • ঘ) ১৯৬৬-৭১
৪১. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল স্থপতি কে ছিলেন?
  • ক) কে.এন. রাজ
  • খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
  • গ) জে.সি. কুমারাপ্পা
  • ঘ) চৌধুরী চরণ সিং
৪২. প্রশান্তচন্দ্র মহলানবিশ কী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন?
  • ক) পরিকল্পনা কমিশন
  • খ) ভারতীয় পরিসাংখ্যিক প্রতিষ্ঠান
  • গ) জাতীয় পরিকল্পনা সমিতি
  • ঘ) নীতি আয়োগ
৪৩. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?
  • ক) কৃষি উন্নয়ন
  • খ) দ্রুত শিল্পায়ন
  • গ) পরিবেশ সংরক্ষণ
  • ঘ) সাম্প্রদায়িক ঐক্য
৪৪. চৌধুরী চরণ সিং কোনটির পক্ষে ছিলেন?
  • ক) দ্রুত শিল্পায়ন
  • খ) কৃষি উন্নয়ন
  • গ) সামরিক উন্নয়ন
  • ঘ) পরিবেশ সংরক্ষণ
৪৫. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল?
  • ক) ১৯৫১-৫৬
  • খ) ১৯৫৬-৬১
  • গ) ১৯৬১-৬৬
  • ঘ) ১৯৬৬-৭১

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template