View All Notes
NOTICE

Friday, May 30, 2025

Suggested Questions|| Pol Science|| HS Final || Bengali Medium

Political Science (Class - XII)
Chapter wise Suggested Questions 

জাতি গঠনের প্রত্যাহ্বানসমূহ

TARGET - 01

বিশ্লেষণধর্মী প্রশ্ন (৪/৬ নম্বর)


১. প্রশ্নঃ ভারতবর্ষ স্বাধীনতা লাভের অব্যবহিত পর যে প্রত্যাব্বানের সম্মুখীন হয়েছিল সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

অথবা

প্রশ্নঃ স্বাধীনতার সময় ভারতকে গ্রহণ করতে বাধ্য হওয়া তিনটি প্রত্যাহ্বানের বিষয়ে বর্ণনা কর।

অথবা

প্রশ্নঃ স্বাধীনতার পর ভারতে তাৎক্ষণিকভাবে সম্মুখীন হওয়া দু'টি প্রত্যহ্বানের বিষয়ে সংক্ষেপে আলোচনা কর।

২. প্রশ্নঃ ভারত বিভাজনের পরিণতি সমূহ বিশ্লেষণ কর।

৩. প্রশ্নঃ দ্বি-জাতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো।

৪. প্রশ্নঃ ভারত বিভাজনের প্রক্রিয়া, নীতি ও সমস্যাগুলো আলোচনা কর।

৫. প্রশ্নঃ জাতীয় নেতৃবৃন্দ কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা পোষণ করেছিলেন ? কারণ দর্শাও ।

৬. প্রশ্নঃ বৃটিশ ভারতীয় প্রদেশ বলতে কি বোঝায় ? প্রদেশসমূহ দেশীয় রাজ্য থেকে কিভাবে পৃথক ছিল?

উত্তর পড়ুন

সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর)


১. স্বাধীনতার আগে মুসলিম লীগ প্রদত্ত দ্বি-জাতি তত্ত্বটিতে অন্তর্ভুক্ত করা রাষ্ট্র দুটি ছিল ....... ও........ (শূন্যস্থান পূরণ করো)

২. দেশ বিভাজনের সময় "সাম্প্রদায়িক মন্ডল"-এ পরিণত হওয়া দুটি শহরের নাম লেখ।

৩. রাজ্য পুনর্গঠন আইন কবে গ্রহণ করা হয়েছিল? এই আইনের ভিত্তিতে সৃষ্ট যে-কোনো একটি রাজ্যের নাম লেখ।

৪. রাজ্য পুনর্গঠন আযোগ কবে গঠন করা হযেছিল? এর সভাপতি কে ছিলেন?

৫. রাজ্য পুনর্গঠন আযোগের অতি গুরুত্বপূর্ণ পরামর্শটি কি ছিল?

৬. কোন্ কোন্ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হতে কতিপয় সমস্যা সৃষ্টি করেছিল?

৭. দেশ বিভাজনের ফলে কোন দুটি রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছিল?

৮. দেশভাগের দুটি পরিণাম উল্লেখ করো।

৯. শিলং কোন রাজ্যের রাজধানী ছিল? কোন সালে এটি ঐ রাজ্য থেকে পৃথক হয়ছিল?

১০. সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের উপর ভিত্তি করে ভারতবর্ষের কোন অংশে এবং কখন প্রথম নির্বাচন অনুষ্ঠিত করা হয়েছিল?

১১. কিসের ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আয়োগ রাজ্য গঠনের সুপারিশ করেছিল?

১২. কিসের জন্য রাজ্য পুনর্গঠন আয়োগ গঠন করা হয়েছিল?

১৩. ১৯৫৬ সালে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছিল কেন?

১৪. মেঘালয় এবং গুজরাট কোন্ কোন্ রাজ্য থেকে পৃথক করা হযেছিল?

১৫. ব্রিটিশ গভর্নর মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩ জুন কি ঘোষণা করেছিলেন?

১৬. ব্রিটিশ মহাসাম্রাজ্য বলতে কি বোঝো?

১৭. 'সামিলকরণের দলিল' চুক্তিটি কি ছিল?

১৮. নিজাম বলতে কি বুঝ?

১৯. বৃটিশ ভারতীয় প্রদেশ বলতে কি বোঝ? প্রদেশগুলো দেশীয় রাজ্য থেকে কীভাবে পৃথক?

২০. নেহেরু নীতির দুটি নেতিবাচক দিক উল্লেখ করো।

উত্তর পড়ুন

অতি সংক্ষিপ্ত/ বহুবিকল্প প্রশ্ন (১ নম্বর)


১. রাজ্য পুনর্গঠন আইন কবে গ্রহণ করা হয়েছিল?

২. ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে গঠিত হওয়া একটি রাজ্যের নাম উল্লেখ করো।

৩. স্বাধীন ভারতের প্রথম গৃহ মন্ত্রীর নাম উল্লেখ করো।

৪. 'দ্বি-জাতি তত্ত্ব'-এর ধারণাটি উল্লেখ করো।

৫. তেলেঙ্গানা ভারতের করো) তম রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। (শূন্যস্থান পূরণ)

৬. কোন ভারতীয় নেতাকে "সীমান্ত গান্ধী" বলা হয়?

৭. স্বাধীনতার পর জাতি গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রত্যাহ্বান কি ছিল?

৮. ভারত বিভাজনের সময় কোন দুটি রাজ্যকে বিভক্ত করা হয়েছিল?

৯. কোন্ সালে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করা হয়েছিল?

১০. রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে কতটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গঠিত হয়েছিল?

১১. ..... সালে মেঘালয়কে আসাম থেকে আলাদা করা হয়েছিল। (শূন্যস্থান পূরণ করো।)

১২. কিসের ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আযোগ রাজ্য গঠনের সুপারিশ করেছিল?

১৩. সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে কোন রাজ্য প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

১৪. ভারত স্বাধীন হওয়ার সময় মনিপুরের মহারাজা কে ছিলেন?

১৫. স্বাধীনতার সময়ে ভারতে কতটি দেশীয় রাজ্য ছিল?

১৬. হায়দ্রাবাদের জনসাধারণ নিজামের বিরোধিতা করেছিল কেন?

১৭. অস্তিত্বের জন্য সংগ্রাম বইটি প্রকাশিত হয়েছিল ১৯৫১/১৯৫৩/১৯৫৫ সালে। (শুদ্ধ উত্তরটি বেছে নাও)

১৮. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী/উপ প্রধানমন্ত্রীর নাম লেখ।

১৯. ১৯৪৭ সালেটি ছিল একটি সর্ববৃহৎ সর্বাপেক্ষা অপরিকল্পিত ও ক্ষতের বছর। (শুদ্ধ না অশুদ্ধ)

২০. কোন সালে নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়েছিল?

২১. সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল?

পাঠের সারাংশ পড়ুন

অধ্যায়ভিত্তিক MCQ - Mock Test


দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের “জাতি গঠনের প্রত্যাহ্বানসমূহ” অধ্যায়ের ওপর ভিত্তি করে মক টেস্ট তৈরি করা হয়েছে । এটি শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান যাচাই ও পরীক্ষার প্রস্তুতি মূল্যায়নের একটি কার্যকর মাধ্যম। সঠিক উত্তর নির্বাচন করে সাবমিট করার পর স্কোর দেখা যাবে এবং ভুল উত্তর সংশোধনের সুযোগও থাকবে।

MOCK TEST

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template